রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গোদাগাড়ীতে মৎস্য সংরক্ষণে ভ্রাম্যমান আদালতের অভিযান

গোদাগাড়ীতে মৎস্য সংরক্ষণে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী  
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট চালিয়ে কারেন্ট জাল জব্দ  করা হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শিমুল আকতার পদ্মা নদীতে  এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুল করিম জনান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উজির আলী নামের ব্যবসায়ীর কাছ থেকে  কারেন্ট জাল জব্দ  করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট শিমুল আকতার জানান, মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারা মোতাবেক অপরাধ করায় এক জেলের কাছ থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময়  জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুল করিম ও মডেল থানা পুলিশের এএসআই জেলানী আকন্দসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

অটোরিক্সা চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ ব্যানারফেস্টুন অপসারণে নানা উদ্যোগ রাসিকের

নিজস্ব প্রতিবেদক: ১৪ সেপ্টেম্বর ২০২৪রাজশাহী মহানগরীকে আবর্জনামুক্ত, ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত, ব্যাটারিচালিত অটোরিক্সা …