শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / গোদাগাড়ীতে দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান

গোদাগাড়ীতে দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক,গোদাগাড়ী

রাজশাহীর গোদাগাড়ীতে দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে গোদাগাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিশেষ কর্মসূচির আওতায় ৩৫ জনকে মোট ২ লক্ষ ৭১  হাজার ২শত টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সমাজ সেবা কর্মকর্তা রাসেদুজ্জামান।

 ২০১৮-২০১৯ অর্থ বছরে উপজেলা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য বয়স্ক ভাতার ১৭ জনকে ৬ হাজার করে টাকা, শিক্ষা উপবৃত্তির ২ জনকে ১২ হাজার, ১ জনকে ১৪ হাজার ৪ শত,৪ জনকে ৯ হাজার ৬ শত,১১ জনকে ৮ হাজার ৪ শত করে মোট ২ লক্ষ ৭১  হাজার ২শত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …