সোমবার , অক্টোবর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

গুরুদাসপুরে বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে বেগম রোকেয়া গালর্স স্কুল এন্ড কলেজে বাল্যবিবাহ যে,একটি সামাজিক ব্যাধি ও তার কুফল এবং ইভটিজিং করা উভয়ই আইনগতভাবে দন্ডনীয় অপরাধ সে সম্পর্কে অবগত করার লক্ষ্যে ছাত্রীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন বলেন,গুরুদাসপুর উপজেলার মেইন মেইন স্থানে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিলবোর্ড দেওয়া হয়েছে এবং সেখানে যোগাযোগের জন্য প্রয়োজনীয় নম্বর দেওয়া আছে। এই সংক্রান্ত কোন বিষয়ে বিলবোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি সর্বহারা পার্টির!

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে তিন ব্যক্তির বাড়িতে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি পাঠিয়েছে …