শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে যুবলীগের ৪৭তম জন্মদিনে নানা আয়োজন

গুরুদাসপুরে যুবলীগের ৪৭তম জন্মদিনে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ শেষে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও ফেষ্টুন উঁড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল কুদ্দুস কন্যা কেন্দ্রীয় যুব মহিলালীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি।

উপজেলা যুবলীগের সভাপতি মো. আলাল শেখের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ১০টায় পৌর সদরের চাঁচকৈড় রসুনহাট চত্বরে এক মিনিট নিরাবতা পালন শেষে ৪৭ পাউন্ডের কেক কেটে যুবলীগের জন্মদিন পালন করেন অতিথিবৃন্দ।

এসময় স্থানীয় সাংসদ পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ছাড়াও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ সরকার, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনসহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যা ৭টার দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …