রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত  

গুরুদাসপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক: 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় নাটোরের গুরুদাসপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার নয়াবাজাস্থ কার্যালয়ের সামনে ধারাবারিষা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুজ্জামান হেনা। আলোচনা সভা ও দোয়া মাহফিলের পুর্বে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে উপস্থিত হন বিএনপি নেতাকর্মীরা।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব কারা নির্যাতিত নেতা রহিম নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্যাতিত নেতা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক আলহাজ্ব ওমর আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর বিএনপির সাধারণত সম্পাদক আলহাজ্ব দুলাল সরকার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শেখ, ছাত্রদল সভাপতি রুবেল। 

আরও দেখুন

লালপুরে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক লালপুর……..ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী বনলতা এক্সপ্রেসট্রেনের ধাক্কায় নাটোর লালপুরে রমজান(৩২)নামের এক …