নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর.
নাটোরের গুরুদাসপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”শীর্ষক কার্যাক্রম এর আওতায় নারী অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখায় উপজেলা পর্যায়ে মনোনিত ৫জন নারীদের হাতে সম্মাননাপত্র প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন উপস্থিত থেকে এই পাঁচ মুনীষী নারীদের হাতে সম্মাননা পত্র তুলে দেন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান,ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আনারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন,ছয় ইউপি চেয়ারম্যানসহ উপজেলার সকল কর্মকর্তাগণ।#
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …