রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের অকাল মৃত্যু

গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের অকাল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে শরিফুল ইসলাম(২৯) নামের এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টার দিকে উপজেলার পৌর সদরের উত্তর নাড়িবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শরিফুল নাড়িবাড়ী গ্রামের হোসেন প্রাং এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল তার চাচাত ভাই আলাল এর সাথে মাঠের জমিতে পানি সেচ দিতে যায়। শরিফুল মটরের সুইচ টিপতেই বিদ্যুতায়িত হয়ে অসুস্থ হয়ে পড়লে তৎক্ষনাৎ তাকে স্থানীয় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। শরিফুলের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসছে।

আরও দেখুন

যা খুশি তা করাকে স্বাধীনতা বলে না-

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান বলেছেন, “যা খুশি তা করাকে স্বাধীনতা বলে না। …