শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে বিদেশী পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব

নাটোরে বিদেশী পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, গুরুাদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরের দস্তানানগর গ্রামের আফাজ মৃধার ছেলে সাকিবুল হাসান শান্ত (১৯) বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ র‌্যাবের হাতে আটক হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার মোকরমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাবের একটি অভিযানিক দল।  

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এস এম জামিল আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলিসহ সাকিবুল হাসান শান্তকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে অস্ত্র ব্যবসায়ী ও জব্দকৃত পিস্তল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। নাটোর সদর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …