রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সহকারি কমিশনার (ভূমি)

গুরুদাসপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সহকারি কমিশনার (ভূমি)

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে উৎসবমুখর পরিবেশে নানা ধুমধামে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব। প্রতিটি পূজামন্ডব এলাকায় বিভিন্ন লাইটে আলোকিত করা হয়েছে। ঢাক ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের বাজনায় মুখরিত প্রতিটি পূজামন্ডব। বিভিন্ন জায়গা হতে সন্ধ্যা হতেই সনাতন ধর্মাবল্বমীর লোকজন দূর্গা মায়ের গায়ে অঞ্জলী দিতে ভিড় করতে থাকেন। এসময় সনাতন ধর্মালম্বীদের অঞ্জলী দেখতে বিভিন্ন ধর্মের লোকজনেরও ভিড় করতে দেখা যায়।

আজ সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের নিদের্শনায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় ও গুরুদাসপুর বাজারের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসবে প্রতিটি পূজামন্ডবে মহাষ্টমী শান্তিপূর্নভাবে পালনের লক্ষ্যে পরিদর্শনে যান সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসান খান চাঁচকৈড় ও গুরুদাসপুর বাজারের ৮টি পূজামন্ডবে যান এবং প্রতিটি পূজামন্ডবের সার্বিক পরিস্থিতি নিয়ে পূজামন্ডবে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য এবার গুরুদাসপুর উপজেলায় মোট ৩২টি পূজামন্ডপে ওঠার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব পালিত হচ্ছে।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …