বৃহস্পতিবার , নভেম্বর ৩০ ২০২৩
নীড় পাতা / খেলা / গুরুদাসপুরে পর্দা নামলো বঙ্গবন্ধু আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের

গুরুদাসপুরে পর্দা নামলো বঙ্গবন্ধু আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ভোরের ডাক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিরোপা জিতলো কুষ্টিয়া জেলা দল। শুক্রবার বিকেল ৪টায় বিসিএসএস সরকারি কলেজ মাঠে কুষ্টিয়া বনাম রংপুরের ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কুষ্টিয়া জেলা দল ১-০ গোলে রংপুর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে নাটোর, পাবনা, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, কুষ্টিয়া ও ঢাকা জেলা দল অংশগ্রহণ করে। সেরা খেলোয়ার নির্বাচিত হন কুষ্টিয়া দলের তুহিন এবং টুর্নামেন্টের সেরা দর্শক নির্বাচিত হন হাজী মোহাম্মদ আলী।

খেলা শেষে ভোরের ডাক স্পোর্টিং ক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আনিসুর রহমান, বাংলাদেশ কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আহম্মদ আলী মোল্লা।

খেলায় বিজয়ী দলকে নগদ ৬০হাজার টাকা ও রানার্সআপ দলকে ৪০হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

আরও দেখুন

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপি প্রফেসর ডা. মনসুর রহমান

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া:আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ৫৬ রাজশাহী- ৫ আসনের সংসদ সদস্য …