শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জাতীয় জন্ম নিবন্ধন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গুরুদাসপুরে জাতীয় জন্ম নিবন্ধন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
‘সকল জন্ম মৃত্যু নিবন্ধন করি, নিরাপদ সমাজ গঠণ করি’ শ্লোগানে নাটোরের গুরুদাসপুরে জাতীয় জন্ম নিবন্ধন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় গুরুদাসপুর পৌরসভার আয়োজনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

গুরুদাসপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার ভারপ্রাপ্ত সচিব আ.আ. সাঈদ শাহরিয়ার, প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, স্বাস্থ্য শাখা প্রধান আবুল কালাম আজাদ, টিকাদান সুপারভাইজার জনাব আলী, কাউন্সিলর অঞ্জলী আফসারী, নিজাম উদ্দিন বাবু, সাহেদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মাওলানা, ডাক্তার, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, নিরাপদ সমাজ গঠণের লক্ষ্যে আমরা ডাব্লিউএলসিসির মাধ্যমে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে জন্ম নিবন্ধনসহ ব্যাপকভাবে জনগণকে অবহিত করব। শিশু জন্মগ্রহণ করলে নির্ধারিত সময়ের মধ্যে তার নাম নিবন্ধন ও কেউ মৃত্যুবরণ করলে তার নাম সময়মত লিপিবদ্ধ করানোর জন্য উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান তিনি।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …