রবিবার , অক্টোবর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে গণ উপদ্রব করায় দুই ব্যক্তিকে জরিমানা

গুরুদাসপুরে গণ উপদ্রব করায় দুই ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে গণউপদ্রব করায় দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের রাবারড্যাম এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, ইউএনও স্যারের নির্দেশে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের রাবারড্যাম বাজারে জনসম্মুক্ষে পল্ট্রী মুরগীর দোকান দিয়ে নোংড়া পরিবেশে ক্রয়-বিক্রয় করে সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করায় দন্ডবিধির ১৮৬০ এর ২৯১ ধারায় মুরগী ব্যবসায়ী আশরাফুল আলি কে ৫০০ টাকা জরিমানা এবং মসজিদের জানালার পাশেই টয়লেট স্থাপন করে মুসল্লীদের সমস্যা করার কারনে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে একই ধারায় তাকেও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে যেন এমন না করে এবং দোকান ও টয়লেট যেন সরিয়ে ফেলে তার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,“আমার জানা নেই যে আমার মা কোনদিনও আমাদেরকে মুখে গালি দিতেন অথবা আমাদেরকে …