সোমবার , অক্টোবর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

গুরুদাসপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
“বহু ভাষায় স্বাক্ষরতা,উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ঘটিকায় উপজেলা প্রশাসন আয়োজনে স্বাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বাজার হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অলোচনা সভার সভাপতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ গোলাম মস্তফাসহ উপজেলা সকল কর্মকর্তাগণ।

আরও দেখুন

বেড়াতে এসে কেউটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ……….নাটোরের বড়াইগ্রামে কাল কেউটে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে১৯ দিন চিকিৎসাধীন থাকার …