শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ শুরু

গুরুদাসপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ শুরু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
“শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানে নাটোরের গুরুদাসপুরে উপজেলার ৩১টি স্কুল নিয়ে আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে।

সকাল ১১ঘটিকায় পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজনে এই আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনার অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। বক্তরা বলেন, তোমরাই আগামীতে জাতির ভবিষ্যৎ কর্ণধর হবে। একদিন তোমরাই এদেশের নেতৃত্বে আসবে। তাই এদেশের এমন সম্পদ হয়ে তোমাদের গড়ে উঠতে হবে,যাতে বাংলাদেশ বর্হিবিশ্বের কাছে আরও সুনাম অর্জন করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …