নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

গুরুদাসপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
গুরুদাসপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়। গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় ও নাজিরপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের নির্দেশনায় পেঁয়াজের বাজার স্থিতিশীল ও নায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে আকস্মিক মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খান।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৫(পাঁচ) জন পেঁয়াজ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য ব্যবসায়ীকে সর্তক করা হয়। এসময়ে ক্রেতাগণ উৎসব মুখর পরিবেশে ন্যায্য বাজারমূল্যে পেঁয়াজ ক্রয় করেন।

এছাড়াও নাজিরপুর বাজারে ভুয়া পদবী ব্যবহার করে মেডিক্যাল প্র্যাক্টিস করায় সামসুল ইসলাম নামক এক ব্যক্তিকে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ব্যবহৃত চেম্বারটি বন্ধ করে দেওয়া হয়। একই বাজারে ভেজাল গুড় সরবরাহ করায় অপর একটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, জনস্বার্থে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের একার্যক্রম অব্যাহত থাকবে।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …