বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরের একটি রাস্তা অতঃপর!

গুরুদাসপুরের একটি রাস্তা অতঃপর!

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বাবলাতলা গ্রামের একমাত্র চলাচলের রাস্তার বেহাল দশা হয়েছে। গ্রীষ্মে ধুলা বর্ষায় কাদা এই নিয়ে ওই এলাকাবাসীর পথচলা। দুর্ভোগ আর ভোগান্তির নাম বাবলাতলার রাস্তা। 

বাবলু শেখ নামে এক পথচারী জানান, ভোট আসে ভোট যায়, এই রাস্তার কোন উন্নতি হয়না। গত জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক আব্দুল কুদ্দুস এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা হয়ে যাবে বছর ঘুরে এলেও কাজ হয়নি। উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন একই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, জুন (২০১৯) এর মধ্যে হয়ে যাবে। কিন্তু একনো কোন উদ্যোগ নেয়া হয়নি। 

তোরাব আলী নামে এক বাসিন্দা জানান, ছেলে মেয়েরা বর্ষাকালে স্কুলে যেতে চায়না।  অনেক সময় মুমূর্ষু রুগীকে হাসপাতালে নেওয়া খুবই দুষ্কর।

আরও দেখুন

গুরুদাসপুরে এক যুবক ও এক গৃহবধূর রহস্যজনকমৃত্যু

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে এক যুবক ও গৃহবধূর রহস্যজনক মৃত্যুহয়েছে। নিহত যুবক উপজেলার খুবজীপুর গ্রামের …