রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুজব ছড়ালে কঠোর শাস্তি: ওসি জহির

গুজব ছড়ালে কঠোর শাস্তি: ওসি জহির

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার বলেছেন, একটি মহল গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। কেউ এসব গুজবে কান দেবেন না। যারা গুজব ছড়াচ্ছে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে।

শুক্রবার বিকেলে উপজেলার ললিতসার বটতলা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওসি জহিরুল বলেন, ছেলেধরা গুজবের কারণে দেশের বিভিন্ন স্থানে অনেক নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সন্দেহজনকভাবে কাউকে পিটিয়ে হত্যা করা ফৌজদারি অপরাধ। এ অপরাধ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। কেউ আইন হাতে তুলে নেবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশকে জানান। গুজব প্রতিহত করুন।

জহিরুল আনোয়ার আরো বলেন, দেবিদ্বারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অস্ত্র, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। এ জন্য সবাইকে  সচেতন হতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে।

সভায় দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. মেসবাহ উদ্দিন, তালতলা ললিতসার সমাজ কল্যাণ সংসদের সভাপতি কালিপদসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা:হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় অবিচারের অভিযোগ করে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল …