নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
সারাদেশের মতো নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় যে গুজব উঠেছে, সেই গুজবে কান না দেওয়ার জন্য জনগণকে অবগত করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় সচেতনমূলক অনুষ্ঠান করেছেন পুলিশ প্রশাসন।
দুপুর ১২ টায় গুরুদাসপুর থানা ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম প্রথমে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশকে ডেকে এই বিষয়ে অবগত করে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। পরে গুরুদাসপুর থানা পুলিশ কর্মকর্তাগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে এই বিষয়ে জনসাধারণকে অবগত করে বলেন, আপনারা কোন প্রকার গুজবে কান দিবেন না। এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলে, তাকে না মেরে আটকে রেখে আমাদের কাছে ফোন দিবেন অথবা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ফোন দেওয়ার জন্য পরামর্শ দেন তিনি।
