বৃহস্পতিবার , অক্টোবর ৩১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / গাঁজা কুড়াতে জনগনের উপচে পরা ভীড়!

গাঁজা কুড়াতে জনগনের উপচে পরা ভীড়!

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে শতশত জনগন। এমন ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গায়। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার মাধনগরে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি এখন টক অফ দ্যা এরিয়া। স্থানীয় এলাকাবাসী হাসান আলী, রাকিব হোসেনসহ অনেকে জানান,উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিনে ২৫৩ নং পিলারের কাছে,কয়েক কেজি গাঁজা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পরলে শতশত জনগন সেখানে ভীড় জমায়। তারা আরও জানান,অনেকের ধারনা রাতের কোন এক সময় এই মাদকদ্রব্য গাঁজা ট্রেন থেকে ফেলা হয়েছে। একটি গাঁজার ব্যাগও ছিলো আর চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পরে ছিলো প্রচুর গাঁজা,অনেকে আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো.ইমদাদুল হক মিলন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান,রেল স্টেশনের দক্ষিনে মাছের আড়তের কাছে, প্রচুর লোক দেখা যায়। পরে জানা যায়,সেখানে জনগন মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে।

আরও দেখুন

শেখ হাসিনা সাড়ে ১৫বছর ধরে দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে-রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে লালপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত …