বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / অর্থনীতি / ক্রেতা সেজে গুরুদাসপুরের পেঁয়াজের দাম মনিটরিং ইউএনও’র

ক্রেতা সেজে গুরুদাসপুরের পেঁয়াজের দাম মনিটরিং ইউএনও’র

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশের বাজারগুলোতে পেঁয়াজ সংকটে পড়েছে। সারা দেশের মতো গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। বাজারের কিছু কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম ১০০টাকা থেকে ১২০টাকা কেজি দরে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

আজ বিকাল ৪টায় এই অভিযোগের ভিত্তিতে ক্রেতা সেজে চাঁচকৈড় বাজারে পেঁয়াজের দাম মনিটরিং এ নামেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন। তিনি প্রত্যেক দোকানে গিয়ে পেঁয়াজের দাম জিজ্ঞাসা করেন। মনিটরিংএর সময়ে বাজারে দোকানদারগণ বলেন, আমরা কেজি প্রতি ৮০টাকা থেকে ৯০টাকা দরে বিক্রি করছি। পেঁয়াজ সংকটের কারণে এমন বাজার হয়েছে বলে তারা জানান । তবে অল্প কয়েক দিনের মধ্যেই বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন জানান, অল্প কয়েক দিনের মধ্যেই বাজারে পেঁয়াজের সংকট নিরসন হবে। এর মধ্যেই মায়ানমার থেকে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানী করা হয়েছে। তাছাড়া বাজারে পেঁয়াজ সংকট নিরসনে অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আমদানীর জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …