মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / জাতীয় / কোনো ক্যাসিনো চলতে দেয়া হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো ক্যাসিনো চলতে দেয়া হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ ক্যাসিনোতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বলেছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতরা  রাজনীতিবিদ হোক আর প্রশাসনের কেউ হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।এছাড়া ঢাকায় কোনো ক্যাসিনো চলতে দেয়া হবে না বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে ক্যাসিনোতে  অভিযান চালানো হয়েছে। আরো কারা কারা এই ক্যাসিনোতে জড়িত, তা তদন্তে বেরিয়ে আসবে।

উল্লেখ্য ১৮  সেপ্টেম্বর সন্ধ্যার পর রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, গুলিস্তানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বনানীর গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনোতে অভিযান চালায় র‍্যাব।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …