শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / আবহাওয়া / কুয়াশা কম এবং রোদ উঠার পরেও নাটোরে শীতের প্রকোপ কমেনি

কুয়াশা কম এবং রোদ উঠার পরেও নাটোরে শীতের প্রকোপ কমেনি


নিজস্ব প্রতিবেদক:
কুয়াশা কম এবং সকালে রোদ উঠার পরেও নাটোরে শীতের প্রকোপ কমেনি। আজ রবিবার সকালে তেমন কুয়াশা ছিল না। কিন্তু শনিবার সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। সকালেও ঠান্ডা ছিল একই রকম। শীতের কারণে দোকানপাটে বেচাকেনা কম হচ্ছে বলে জানান দোকানীরা।

সকালে রাস্তায় মানুষের তেমন চলাফেরা না থাকায় রিক্সা ও অটোচালকরা বসে ছিল যাত্রীর অপেক্ষায়।এই শীতে সবচেয়ে বেশী কাহিল হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে শীতজণিত রোগে আক্রান্ত শিশু রোগীর উপস্থিতি রয়েছে পূর্বের মতোই। 

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …