বৃহস্পতিবার , ডিসেম্বর ৭ ২০২৩
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি সুরজিত সরকারের কবিতা ‘রাই তোমার জন্য প্রেমাঞ্জলি’

কবি সুরজিত সরকারের কবিতা ‘রাই তোমার জন্য প্রেমাঞ্জলি’

সুরজিত সরকার

‘রাই তোমার জন্য প্রেমাঞ্জলি’

দুর্বা হও রাই,
বেঁচে থাকো দুর্বার।
চৈত্রে ভীষণ তাপ তাণ্ডবে শুকিয়ে যাবে,
তবুও শেকড়ে জমিয়ে
রাখবে আত্মরস সঞ্জীবনী।
তোমাকে বাঁচার অপার সম্ভাবনা দিবে
এই তো ক’দিন পরেই বর্ষা
বৃষ্টির জলে হয়ে উঠবে চির সবুজ
এই তো জীবন রাই,
এই তো জীবন!
কি মনুষ্য কি দেবাত্মা,
সকলে নিবেদিত হয় দুর্বায়।
দেবতার চরণ মানুষের মাথা
সেই তো চিরঞ্জীবী দুর্বা
ওরা বুঝে না, মাড়িয়ে যায়, যাক।
বোধনে তো তোমাকেই খুঁজে নেয়
পায়ের তলা থেকে।
আশির্বাদপুষ্ট তুমি পৃথিবীর শেষ অবধি
থাকবে পথের শেষে পথ দেখানো পথিক হয়ে।

আরও দেখুন

আগামী ১২ ডিসেম্বর রাসিকের ব্যবস্থাপনায় রাজশাহী নগরীতে ৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নিউজ ডেস্ক: আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় …