শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘চিঠি’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘চিঠি’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ চিঠি

কীটপতঙ্গ প্রহর গুনে রাতের অপেক্ষায় থাকে
সন্তর্পণে ঘোরাঘুরি করে
আহার সঙ্গমের লাগসই সময় এই রাত
এক ঘুম দুই ঘুম তিন ঘুম
অতঃপর আবার কোন এক লৌহমাহফুজ
আবার কোন এক মাতৃজঠর।
অথচ অবসরে বসে দু’দণ্ড
নীল আকাশ দেখা হলোনা।
ব্যস্ত শহরে গাড়ীর হেড লাইটের ঝলকানিতে
রাতের তারাদের ম্লান মনে হয়
সেই কবে কোন এক রাতে
চিঠির অপেক্ষায় ছিল প্রেমিক মন তার
অমাবস্যা তিথি, পূর্ণিমা রাত সবই
একে একে গত হয়ে যায়
চাহনিও অস্পষ্ট হতে থাকে ধীরে ধীরে।
এক কালে নিজেরে খুঁজে পায় তসবিদানায়।
আহারে অবুঝ সহজ মন
কী খুঁজে কী বুঝে হয়ে গেল দেরী তোর
পারমুটেশন আর কম্বিনেশনের খেলা সব
সঠিক আর ভুলের বিভেদ বোঝা দায়।
এখন অনেক রাত
এখন অনেক ভোর।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …