নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘আহ্বান’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘আহ্বান’

শাহিনা রঞ্জু

‘আহ্বান’

হে কিশোর
তোমাকে অর্ধমৃত দেখবোনা বলে
অপেক্ষায় আছি
হে তরুণ ভালবাসা আছে
ভালবাসা আছে বলে
এখনো খিরির গাছটা মরে যাইনি
এখনো শানবাঁধানো ঘাটে
গভীর রাতে কচ্ছপেরা বসে থাকে
সন্ধ্যায় বালিহাঁসটাও ছানাদের নিয়ে
আনন্দে হেলেদুলে সূর্যাস্ত দেখে
ঐ যে সরুপথের পাশে হলিহক গাছ
তোমার প্রেমময় স্পর্শের অপেক্ষায় আছে
তারে তুমি অবহেলা ভরে
না দেখে ঘুমিয়ে যেওনা।
ওরা বহুকাল ধরে দাড়িয়ে থাকে নিরবে
তোমার প্রতিক্ষায়
যে বাঁশির সুরে এখনো
এখানে হাস্নাহেনারা ফোটে
তার নাম ভুলে যেওনা পথিক
কিশোর পথিক তুমি
তোমার অপেক্ষায় আছে সূর্য আর চাঁদ।
আমিও এক নগন্য শ্যাওলাসম প্রাণ
আমার আসা যাওয়ায়
কোন দাগ থাকেনা কোথাও
তবুও ভালবেসে বলি
আমিও অপেক্ষায় থাকি কিশোর
শুধু তোমার অপেক্ষায়
তোমার দিপ্ত পদক্ষেপ দেখবো বলে।
আমি ঘুমাব না আরও বহুকাল
তোমার ত্যেজদিপ্ত বলিষ্ঠ কণ্ঠের আশায়।
ফিরে এসো জেগে ওঠো
হে কিশোর তোমার পূর্ণ প্রাণ নিয়ে
ফিরে এসো আমার দরজায়।

আরও দেখুন

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি

অধ্যাপক শেখর কুমার সান্যাল: নজরুলের মধ্যে কাব্যপ্রতিভা ও গীতপ্রতিভার শুভ সম্মেলন ঘটেছিল। কবির সৃষ্টিশীল ভাবাবেগ …