মঙ্গলবার , জানুয়ারি ২১ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘বড় ভালবাসি তারে’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘বড় ভালবাসি তারে’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ বড় ভালবাসি তারে

যুগে যুগে জন্ম নেয় জেমস আলরে
ভয় পায় আলোকে তারা
ভালবাসার অমৃতসুধা পান করেনি
আর করবেনা কখনো।
অন্ধকারে ওঁৎ পেতে থাকা সরিসৃপের মত
ঘাপটি মেরে থাকে
সোজা রাস্তার ধারে থাকে
কুন্ডলি পাকাতে চায়
জিলিপির মত প্যাঁচ দিয়ে
পথটাকে চিবিয়ে খেতে চায়
অমাবস্যা অন্ধকার অবিশ্বাসের
দাম দিতে দিতে জন্মায় বারবার।
তীর্থ দেখতে যদি যাও
আনন্দের বাজারে যদি যাও
নিমন্ত্রণ করিও একবার
একটা দোতারা হাতে দিও তার
বলিও মার্টিন লুথার কিং
বড় ভালবাসি তারে
সে আমার লালনের মত
সে আমার পিতার মত।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …