শনিবার , ফেব্রুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি আহমেদ খান হীরক এর কবিতা ‘বাড়ি যাচ্ছি’

কবি আহমেদ খান হীরক এর কবিতা ‘বাড়ি যাচ্ছি’

কবিঃ আহমেদ খান হীরক

কবিতাঃ বাড়ি যাচ্ছি

গুগল ম্যাপে ক্লিক দিই। স্পিডে চলে যাই
বাড়ি। সুতা সাপ হয়ে
শুয়ে থাকা
পুনর্ভবার ওপর দুধবরফের কাঠির মতো মিঠালি বেইলি ব্রিজ।
ওই যে কালো ঝোপ, ঝোপের পাশে
ছিপরঙা এক গাছ, গাছের পাশে
ছোট্ট একটা ছাদ। ছাদের তারে
মেলে দেয়া আমার
শৈ


রোদ পোহাচ্ছে
রোদ পোহাচ্ছে
রোদ পোহাচ্ছে

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …