সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি অসিত কর্মকারের কবিতা ‘চিনতে চেষ্টা করি’

কবি অসিত কর্মকারের কবিতা ‘চিনতে চেষ্টা করি’

কবি অসিত কর্মকার

চিনতে চেষ্টা করি

কবি কে?

সংকোচিত গ্যাস বিস্ফোরণের মাধ্যমে
ম্যাগমাটিক অগ্নুৎপাতে উদগীরণ করে গলিত লাভা,
ঠিক সেই রকমই-

অনিয়মের বিরুদ্ধে
শব্দ বিস্ফোরণে যার কলমের নিবে উদগিরিত হয়
গলিত লাভার মতই পংক্তি।

অল্প শব্দবিন্যাসে হলেও
তা যেন হয় মাউন্ট ভিসুভিয়াসের চাইতেও শক্তিশালী
একেকটা কবিতা।

তিনিই কবি।

৫ সেপ্টেম্বর ২০১৯ খ্রীস্টাব্দ

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …