রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি অদিতি শিমুলের কবিতা ‘যদিও সন্ধ্যা’

কবি অদিতি শিমুলের কবিতা ‘যদিও সন্ধ্যা’

অদিতি শিমুল

‘যদিও সন্ধ্যা’

দৃশ্যপট থেকে ধীরেধীরে সরে যায় রোদ,
সকালের গল্পটা যেন মিথ্যে বলে মনে হয়
দুপুরের আগে-আগে!
বিকেল ঘন হয় দেবদারুর দীর্ঘছায়ায়- এরপর
রাত্রি নামে ভোরের তাসবীহ্ গুনে গুনে ;
সরে গেছে খুব ধীরে অমোঘ যাপন,
খুব সত্য বলে মনে ছিল যা;
পাশ থেকে উঠে গিয়েছে আদুরে বিড়াল,
তবু যেন রেশমের উষ্ণতা রয়ে গেছে।
সময় স্রোতের সহচর———
শুভ্রফুলের আবরণে মিশছে যামিনীরঙ-
পাখিদেরও আসলে ডানামুখো ঘর;
যাবতীয় খড়কুটো তোলা রেখে- এদিক-ওদিক
ওড়াওড়ি ঝাপটানো পাখার অহংকারে——-
একদিন পালক পরে থাকে, পাখি বোঝে না!
শ্যাওলার ভেজা দেয়ালের গা-থেকে খসে যায় যুগল শামুক।
মানুষেরও ঘর হয়-
ঘরহীন হয় ক্রান্তিলগ্ন-
ঝড় আছে, আছে ঘর—ডুবন্তসময় এমনই বোধহয় !
ছোটো-ছোটো গল্প টুং টাং সংসারী শব্দ গায়ে মেখে
ঢলের মতো নেমে-আসে উঁচু
পাথর ডিঙিয়ে জীবনের টানে! মায়া হয় নিম্নগামী,
জলের সহোদর। কেটে যাওয়া প্রতিপল মিলছে
অনাগত প্রতিপলে- সমস্ত দিনের পরে এখন
আবীরের কাল; তেজপাতা রঙের সন্ধ্যা
এখন ঘরে-বাইরে। কোথাও কোন গ্রীনরুমে
ঝলমলে সবুজ সকাল সাজছে “ভোররঙা”
একটি টিপ দিয়ে কপালে- ক্রমান্বয়ে হাঁটছে সময় !
সমস্ত দিনের পর তবে রাত্রি নামছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …