শুক্রবার , সেপ্টেম্বর ২২ ২০২৩
নীড় পাতা / জাতীয় / এবার ‘ঠাকুর শান্তি পুরস্কার’ এ ভূষিত হলেন মাননীয় প্রধানমন্ত্রী

এবার ‘ঠাকুর শান্তি পুরস্কার’ এ ভূষিত হলেন মাননীয় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করা  হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) নয়াদিল্লীর হোটেল তাজমহলে কলকাতা এশিয়াটিক সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন সংস্থাটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ।

আন্তর্জাতিক নেতা নেলসন ম্যান্ডেলা ও অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও এই পুরস্কার দেওয়া হয় এর আগে।

মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে অনুষ্ঠানে সম্মাননা পত্রও পাঠ করা হয়। সম্মাননা পত্রে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক উপলব্ধি ও শান্তিতে অবদান রাখার জন্য এশিয়াটিক সোসাইটি তাকে ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ দিয়ে সম্মান জানাচ্ছে।’

তার আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চৌধুরী।

পুরস্কার গ্রহণ করে তা দেশবাসীকে উৎসর্গ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ এই সম্মান পাওয়ার উপযুক্ত।’ জনগণ তাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনেছে বলেও এ সময় তিনি উল্লেখ করেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীকে ব্রাউনইউনিভার্সিটি মেডিকেল স্কুলের বিশেষ সম্মাননা

নিউজ ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ‘ব্রাউন ইউনিভার্সিটি মেডিকেল স্কুল’ বিশেষ সম্মাননা দিয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের …