বৃহস্পতিবার , অক্টোবর ১০ ২০২৪
নীড় পাতা / জাতীয় / এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার অর্থ সহায়তা দিয়েছেন। ফাইল ফটো

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য ইতোমধ্যে রোববার দুপুরে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। 

জনপ্রিয় সংগীতিশিল্পী এন্ড্রু কিশোর গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে বায়োপসি রিপোর্টে তার ক্যান্সার ধরা পড়ে। পরে সেখানে তার কেমোথেরাপি দেওয়া শুরু হয়। 

জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা দিয়েছেন। তার সহায়তায় এগিয়ে এসেছেন সহশিল্পীরাও।

আরও দেখুন

মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …