নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহম্মদ নাসিম বলেছেন, এখন শুনি বিএনপি-জামায়াত থেকে কর্মি নিয়ে এসে দল ভারী করা হচ্ছে। কেন কি দরকার আছে এর। আপনারা মনে রাখবেন যখন দীর্ঘ দিন দল ক্ষমতায় থাকে তার যেমন সুফল রয়েছে ঠিক তেমনই কুফলও রয়েছে। সুফলের সময় অনেক উন্নয়ন হয়। দেশের শান্তি বিরাজ থাকে। কিন্তু কুফলও রয়েছে। এই কুফল আমরা এখন ভুগছি।
অহংকার শুরু হয়েছে, আমাদের মধ্যে পরস্পরকে অবিশ্বাস করা শুরু হয়েছে। অনেক অসৎ সঙ্গী ঢুকে গেছে। যে যুবলীগ নিয়ে আমরা গর্ব করতাম। সেই যুবলীগের নাম শুনলেই লজ্জা লাগে। এ কোন যুবলীগ? এটাকি আওয়ামী লীগের যুবলীগ না সম্রাটের যুবলীগ। আওয়ামী লীগের মধ্যে এগুলো কি জন্ম নিয়েছে। সব নির্বাচনই এক রকম নির্বাচন নয় মনে রাখবেন। নির্বাচন শক্ত নির্বাচন হবে ভর্বিষ্যতে।
তিনি আজ শনিবার দুপুরে নাটোর জেলা আওয়ামী লীগের আয়োজনে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহনের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী , বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় সঞ্চালনা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল।
নীড় পাতা / জেলা জুড়ে / ‘এটাকি আওয়ামী লীগের যুবলীগ, না সম্রাটের যুবলীগ’ -নাটোর জেলা আ.লীগের বর্ধিত সভায় মোহাম্মদ নাসিম
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …