রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে বার্ষিক গবেষণা কর্মসূচী পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বার্ষিক গবেষণা কর্মসূচী পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে তিন দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মসূচী পর্যালোচনা কর্মশালা শুক্রবার প্রতিষ্ঠানের মিলনায়তনে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের পরিচালক (ফসল) আব্দুর রাজ্জাক ও বগুড়া জেলা পরিষদের সদস্য শাহানারা মান্নান।

সভাপতিত্ব করেন বিএসআরআই এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক টিওটি ড. এ এস এম আমানুল্লাহ। প্রতিষ্ঠানের পরিচিতি উপস্থাপন করেন পরিচালক ড. সমজিত কুমার পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক (প্রশাসন) সাইদুর রহমান। কর্মশালায় কৃষিবিদ, বিজ্ঞানী, চিনিকলের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও আখ চাষীরা অংশ গ্রহন করেন।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …