নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে জাতীয় যুব দিবস পালিত

ঈশ্বরদীতে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগাণে শুক্রবার ঈশ্বরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ঈশ্বরদী যুব উন্নয়ন অধিদপ্তর র‌্যালি, আলোচনা সভা, সনদ ও ঋণ বিতরণের আয়োজন করা হয়। র‌্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ হোসেন। ঋণ গ্রহিতা যুবকদের মধ্যে বক্তব্য রাখেন নারগিস পারভীন ও আল আমিন। সঞ্চালনা করেন ক্রেডিট সুপারভাইজার মনিরুল ইসলাম। আলোচনা শেষে যুবকদের মধ্যে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে জমি দখল চেষ্টা ও মামলা দিয়ে কৃষকদের

হয়রানীর অভিযোগ নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে ৬ একর জমি জবরদখলের চেষ্টা ও একাধিক মিথ্যা মামলা …