নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগাণে শুক্রবার ঈশ্বরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ঈশ্বরদী যুব উন্নয়ন অধিদপ্তর র্যালি, আলোচনা সভা, সনদ ও ঋণ বিতরণের আয়োজন করা হয়। র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ হোসেন। ঋণ গ্রহিতা যুবকদের মধ্যে বক্তব্য রাখেন নারগিস পারভীন ও আল আমিন। সঞ্চালনা করেন ক্রেডিট সুপারভাইজার মনিরুল ইসলাম। আলোচনা শেষে যুবকদের মধ্যে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
আরও দেখুন
সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …