শুক্রবার , জুলাই ২৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ঈশ্বরদীতে একই পরিবারের তিনজনের মৃত্যুদণ্ডের রায়

ঈশ্বরদীতে একই পরিবারের তিনজনের মৃত্যুদণ্ডের রায়

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী ঈশ্বরদীতে একই পরিবারের তিনজনের মৃত্যুদন্ডের রায় দিয়েছে পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩। তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায়ে মৃত্যুদন্ডে দন্ডিত হয়েছেন তারা।

এরা হলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন। রায় ঘোষণার সময় তিন ভাই আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই মামলায় মোট ৯ জনের ফাঁসির রায় হয়েছে।

বুধবার দুপুর ১২টায় পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. ওæস্তম আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পর কান্নায় ভেঙ্গে পরেন আসামীর আত্মীয়-স্বজনরা। একই পরিবারের তিনজনের মৃত্যুদন্ডের রায় চাঞ্চল্য সৃষ্টি করেছে ঈশ্বরদীতে।

আরও দেখুন

প্রভাবশালীরা সরকারী হাটের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ, হাট বসছে মহাসড়কের দুই পার্শ্বে, যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলি হাকিমপুরে সাদুড়িয়া বাজারে সরকারি হাটের জায়গা দখল করে অবৈধ ভাবে পাকা …