বৃহস্পতিবার , জুন ১৯ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / ঈশ্বরদীতে একই পরিবারের তিনজনের মৃত্যুদণ্ডের রায়

ঈশ্বরদীতে একই পরিবারের তিনজনের মৃত্যুদণ্ডের রায়

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী ঈশ্বরদীতে একই পরিবারের তিনজনের মৃত্যুদন্ডের রায় দিয়েছে পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩। তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায়ে মৃত্যুদন্ডে দন্ডিত হয়েছেন তারা।

এরা হলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন। রায় ঘোষণার সময় তিন ভাই আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই মামলায় মোট ৯ জনের ফাঁসির রায় হয়েছে।

বুধবার দুপুর ১২টায় পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. ওæস্তম আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পর কান্নায় ভেঙ্গে পরেন আসামীর আত্মীয়-স্বজনরা। একই পরিবারের তিনজনের মৃত্যুদন্ডের রায় চাঞ্চল্য সৃষ্টি করেছে ঈশ্বরদীতে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজের বার্তা দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ …