নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
পাবনায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র বিক্রির সময় হাতেনাতে সজিব হোসেন (২৫) নামে এক যুবককে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১২ র্যাব সূত্রে জানায়, অবৈধ অস্ত্র বিক্রির জন্য এক যুবক উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে যাচ্ছে এমন তথ্য পেয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে অভিযানে নামে তারা। এ সময় তেঁতুলতলা এলাকার একটি চায়ের দোকান থেকে অস্ত্রসহ সজিবকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গ্রেফতারের পর সজিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বেশি দামে বিক্রি করত। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন র্যাব-১২ বাদী হয়ে সজিবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে।’
আরও দেখুন
গুরুদাসপুরে এক যুবক ও এক গৃহবধূর রহস্যজনকমৃত্যু
নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে এক যুবক ও গৃহবধূর রহস্যজনক মৃত্যুহয়েছে। নিহত যুবক উপজেলার খুবজীপুর গ্রামের …