মঙ্গলবার , নভেম্বর ১২ ২০২৪
নীড় পাতা / বিনোদন / ইফতেখারের নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

ইফতেখারের নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
আবারও অ্যাকশন-থ্রিলার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ইফতেখার চৌধুরী। তার নতুন সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

বুধবার (০৪ সেপ্টেম্বর) রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে ‘বস ২’খ্যাত ওই নায়িকা নাম ঠিক না হওয়া সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। 

এ প্রসঙ্গে পরিচালক ইফতেখার চৌধুরী ‘বিজলী’র পর নতুন সিনেমা নির্মাণে হাত দিয়েছি। মৌলিক অ্যাকশন গল্পে সিনেমাটি নির্মিত হবে। এবারের সিনেমায় অ্যাকশনের নতুন কিছু কৌশল দেখানো ইচ্ছে আছে আমার। নতুন বেশকিছু জিনিস আমি এই সিনেমায় প্রয়োগ করার চেষ্টা করবো, যা দর্শকদের মুগ্ধ করবে।’

নুসরাত ফারিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ফারিয়ার ইংরেজি উচ্চারণ খুব ভালো এবং তিনি ভালো ফাইট পারেন। আমাদের সিনেমাটির চরিত্রের জন্য এই বিষয় দু’টি প্রয়োজন ছিল। তা ছাড়া চরিত্রটির সঙ্গে তাকে একদম যথার্থ মনে হয়েছে।’

নায়িকা হিসেবে ফারিয়া চুক্তিবদ্ধ হলেও সিনেমাটির নায়ক এখনো ঠিক হয়নি বলে ‘খোঁজ দ্য সার্চ’খ্যাত ওই নির্মাতা জানান। খুব শিগগিরই নায়ক ও সিনেমার নাম প্রকাশ করে শুটিং শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন ইফতেখার।

আরও দেখুন

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো …