মঙ্গলবার , মার্চ ২৮ ২০২৩
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ইউএন‘র অভিযানেই কেজিতে ৩০টাকা কমলো পেঁয়াজের দাম

ইউএন‘র অভিযানেই কেজিতে ৩০টাকা কমলো পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে লাগামহীন পেঁয়াজের বাজার তদারকিতে নামেন উপজেলা প্রশাসন। এভিযানের খবরেই কেজিতে ৩০ টাকা কমে যায় পেঁয়াজের দাম। গতকাল শনিবার উপজেলার বিকালে তদারকিতে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নাহিদ হাসান খান।

উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, উপজেলার হাট-বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এতে সাধারন মানুষ বিড়ম্বনায় পড়ে। মানুষের দুর্ভোগের কথা ভেবে উপজেলা প্রশাসন বাজার তদারকিতে নামেন।
এসময় পেঁয়াজ ব্যবসায়ীদের সর্তক করে দিয়ে বাজার মুল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশদেন। তবে কোন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়নি।

আরও দেখুন

লালপুরে পুলিশের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলে সহযোগিতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:  নাটোরের লালপুর থানার সহাকরি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শাহীনুর রহমানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা ও …