সোমবার , নভেম্বর ৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সাহসী ভূমিকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে 

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সাহসী ভূমিকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যোগদানের পর থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়। ব্যাপক ভূমিকা রেখে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। গত ৫ আগষ্টে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের আইন শৃঙ্খলা ভেঙ্গে পরে। বিভিন্ন স্থানে বিছিন্ন ঘটনা ঘটে। কিন্তু বড়াইগ্রাম উপজেলা কয়টি বিছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ধরনের ঘটনা ঘটে নি। সারা দেশের ন্যায় বড়াইগ্রাম উপজেলাতে কিছু স্কুল, কলেজ, মাদ্রাসাতে পরিচালনা কমিটি ও প্রধান অধ্যক্ষর ও প্রধান শিক্ষকদের বিরুদ্ধে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়। প্রায় প্রতি দিন ছাত্ররা মিছিল নিয়ে উপজেলা পরিষদে অবস্থান নিত।( ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস আন্দোলনরত শিক্ষার্থীদের সরজমিনে এসে সরাসরি কথা বলতেন তাদের অভিযোগগুলো শুনতেন এবং লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ প্রদান করতেন। এভাবে তিনি প্রতিটা প্রতিষ্ঠানের সমস্যার সমাধানের জন্য সকলকে ডেকে আলোচনায় বসতেন। প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতেন। উপজেলা জুড়ে যেকোনো প্রতিষ্ঠান ব্যক্তির নিকট হইতে চাঁদাবাজি রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করেন। উপজেলা জুড়ে যেকোনো স্থানে সরকারি সম্পদ বিনষ্ট , সরকারি বৃক্ষ কর্তন হলেই, বিভিন্ন স্থানে কৃষি জমিতে ও বসতবাড়ি জলাবদ্ধতা সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ছুটে চলে যান এবং জলাবদ্ধতা নিরসনের জন্য সরজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করেন।খাস ও সরকারি সম্পত্তি উদ্ধার,বাজার তদারকি ও হাট বাজার সংস্কার, ফুটপাত দখলমুক্ত, ভ্রাম্যমান আদালত অভিযান , মাদক নিরাসণ, সরকারি সহায়তার খাদ্য, টিসিবি পণ্য বিতরণ, দরিদ্রদের জন্য স্বল্পমূল্যের চাউল বিতরণ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেছেন তিনি। বড়াইগ্রাম উপজেলার  জনসাধারণ যেকোনো সমস্যায় ভোগান্তি ছাড়াই তার নিকট উপস্থাপন করতে পারেন তার কাছে আসতে কোন অনুমতি প্রয়োজন হয় না। 

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস তদবির, চাপ উপেক্ষা করে সততা নিষ্ঠার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সকল স্তরে জনগণের আর আস্থার প্রতীক হয়ে উঠেছেন । 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বড়াইগ্রাম উপজেলায় যোগদানের পর থেকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বড়াইগ্রাম পৌরসভার প্রশাসক দায়িত্ব পালন করছি।

আরও দেখুন

লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধেরাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

নিজস্ব প্রতিবেদক রাজশাহী ,,,,,,,,,,রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত …