বৃহস্পতিবার , ডিসেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আড়াইহাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আড়াইহাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আড়াইহাজারে ৭ মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী হাবুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, হাবু ও তার স্ত্রী দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল। ইতিপূর্বে একাধিক বার গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক বিক্রি শুরু করে। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ হাবুকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। তার নিকট থেকে ৫২ পিছ ইয়াবা ও ৬শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাবুর বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …