শনিবার , জানুয়ারি ১৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল

নিজস্ব প্রতিবেদকঃ
বুয়েট শেরে বাংলা হলের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার সকালে শহরের বনলতা পেট্রোল পাম্প এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের নের্তৃত্বে দলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের কাছে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা আবরার ফাহাদ হত্যা ঘটনার নিন্দা জানায় ও হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবী জানিয়ে শ্লোগান দেয়।

আরও দেখুন

নাটোরে ছিনতাইকারীর কবলে বিটিভির কর্মচারী

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোর সদরের গাজীরবিল এলাকায় সড়কে বিটিভির কর্মচারী সাদেক আলীর পথ আগলে তিনটি মোবাইল …