নীড় পাতা / জেলা জুড়ে / আপাতত নাটোরের জন্যে রেলের কোন সুসংবাদ নেই

আপাতত নাটোরের জন্যে রেলের কোন সুসংবাদ নেই

নিজস্ব প্রতিবেদক
আপাততঃ নাটোরের জন্যে রেলের কোন সুসংবাদ নেই। তবে মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, রেলের উন্নয়নে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। চাহিদার ভিত্তিতে যেখানে নতুন রেল লাইন নির্মাণ সেখানে নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। যেখানে সংস্কার দরকার সেখানে সংস্কার হচ্ছে। নিরাপদ ভ্রমনে রেলের উন্নয়নে যা যা করার দরকার সেগুলোই পরিকল্পনা নেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে নাটোর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় রেলওয়ের পশ্চিমাঞ্চল মহা-ব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি অপুর্ব চক্রবর্তীসহ রেলের উর্দ্ধতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

এসময় নাটোর-রাজশাহী সরাসরি রেল লাইন নির্মাণ, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ বিভিন্ন দাবী রেলমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এসময় মন্ত্রীও পর্যায়ক্রমে দাবী পুরণের আশ্বাস দেন। বিশেষ করে রংপুর এক্সপ্রেস বিরতিহীন চালু হলে নাটোরে স্টপেজের ব্যবস্থা করবেন বলে জানান রেল মন্ত্রী। পরে মন্ত্রী একতা একপ্রেসে চড়ে পঞ্চগড় জেলার উদ্দেশ্যে রওনা হন।

আরও দেখুন

নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৫ পুলিশ সহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ চলেছে। আজ …