রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আজ শ্লোগান মাস্টার শফি’র প্রথম মৃত্যুবার্ষিকী

আজ শ্লোগান মাস্টার শফি’র প্রথম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
নাটোরের একসময়ে মিছিলের নাম করা শ্লোগান মাস্টার শফি’র আজ প্রথম মৃত্যুবার্ষিকী। নিরবেই চলে গেল দিনটি। ঠিক এক বছর আগে হঠাৎই সবাইকে চমকে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফি।

যার শ্লোগানে রাজপথ থাকতো মুখর, তার মৃত্যুবার্ষিকীতে নেই কোন কর্মসূচি, নিরব আওয়ামী লীগ অফিস। সদা বিনয়ী, সদাচারী, মিষ্টভাষী শফিকুল ইসলাম শফি রাজপথের কর্মীদের হৃদয়ে থেকে গেছেন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্মৃতিচারণ করছেন তার প্রিয় সহকর্মীরা।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল তার ফেসবুক টাইমলাইনে ছবি দিয়ে লিখেছেন “আমাদের প্রিয়, শফিকুল ইসলাম শফি, নাটোর জেলা আওয়ামী লীগের শ্লোগান মাস্টার এর আজ প্রথম মৃত্যুবার্ষিকী নির্বিঘ্নেই চলে গেল। হে আমার আল্লাহ তুমি শফিকে বেহেস্ত দান কর।”

এরকম অনেকেই স্মৃতিচারণ করেছেন এই ত্যাগী কর্মীর। দলীয় কর্মী হিসেবে নয় একজন সদাচারী, মিষ্টভাষী শফিকুল ইসলাম শফিক এর মৃত্যুবার্ষিকীতে নারদ বার্তা পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আরও দেখুন

সিংড়ায় ঝড়ে ভেঙ্গে পড়লো শতবর্ষী বৃক্ষ মানিক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের শতবর্ষী গাছ বৃক্ষ মানিক আকর্ষিকঝড়ে ভেঙ্গে পড়েছে। শতবর্ষী এই …