বুধবার , অক্টোবর ৪ ২০২৩
নীড় পাতা / বিনোদন / বলিউড / আইফা অ্যাওয়ার্ড ২০১৯: সেরা রণবীর-আলিয়া

আইফা অ্যাওয়ার্ড ২০১৯: সেরা রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি ২০১৯’ বা আইফা অ্যাওয়ার্ড’- এর ২০তম আসর। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে মুম্বাইয়ে বসে এই আয়োজন। ‘পদ্মাবত’ সিনেমার জন্য এবার আইফার সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং এবং ‘রাজি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।

এক নজরে আইফার সেরাদের পূর্ণ তালিকা তুলে ধরা হলো-

সেরা সিনেমা: রাজি
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রাজি)
সেরা অভিনেতা: রণবীর সিং (পদ্মাবত)
সেরা পরিচালনা: শ্রীরাম রাঘবন (আন্ধাধুন)
সেরা পার্শ্বচরিত্র: ভিকি কৌশল (সঞ্জু)
সেরা পার্শ্বচরিত্র: অদিতি রাও হায়দারি (পদ্মাবত)
সেরা নবাগত অভিনেতা: ঈশান খাট্টার (ধড়ক ও বিয়ন্ড দ্য ক্লাউডস)
সেরা নবাগতা অভিনেত্রী: সারা আলি খান (কেদারনাথ)
সেরা গায়ক: অরিজিৎ সিং (এ ওয়াতন)
সেরা গায়িকা: হর্ষদীপ কৌর এবং বিভা শ্রফ (দিলবারো গানের জন্য)
আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন সিনেমা: জগদীপ
সেরা লিরিক: অমিতাভ ভট্টাচার্য (ধাড়ক)
সেরা মিউজিক: সনু কে টিটু কি সুইটি
গত ২০ বছরের সেরা সংগীত পরিচালক: প্রীতম
গত ২০ বছরের সেরা পরিচালনা: রাজকুমার হিরানি
গত ২০ বছরের সেরা ছবি: কাহো না পেয়ার হে
গত ২০ বছরের সেরা অভিনেতা: রণবীর কাপুর
গত ২০ বছরের সেরা অভিনেত্রী: দীপিকা পাড়ুকোন

বলিউড সিনেমায় অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হন সরাজ খান। ‘আইফা অ্যাওয়ার্ড ২০১৯’-এ সঞ্চলকের ভূমিকা পালন করেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।

আরও দেখুন

কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠিবাড়িতে “ছিন্নপত্র” চলচ্চিত্রের প্রদর্শনী

নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠিবাড়িতে “ছিন্নপত্র” চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর ভারতের হাইকমিশন …