শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জ্রিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টা প্রতিবাদে এবং ইসকন কে নিষিদ্ধের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আজ ২৯ নভেম্বর শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সার্ভিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টা সাথে জড়িতদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়। এছাড়াও সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। অবিলম্বে এ সকল দাবি মেনে না নেয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো প্রেসক্লাবের সামনে এসে শেষ করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …