নীড় পাতা / উত্তরবঙ্গ / অপেক্ষার পালাবদল শেষে বেরোবিতে অভিষেক হলো চাঁদপুর জেলা সমিতির

অপেক্ষার পালাবদল শেষে বেরোবিতে অভিষেক হলো চাঁদপুর জেলা সমিতির

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রথম কমিটি গঠন করা হয়েছে ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ১বছর মেয়াদী প্রথম এবং নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত চাঁদপুর জেলা সমিতির শিক্ষার্থীদের সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো: শহিদুল ইসলাম ফাহাদকে সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী  রুবেল খান কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের তানভির আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাইদুর রাহমান  বাপ্পি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফজলে এলাহি সাব্বির ও সাইফুল ইসলাম ত্বোহা।

নবগঠিত কমিটির সভাপতি মো শহিদুল ইসলাম ফাহাদ বলেন, “বিজয় দিবসে বিজয়ের অঙ্গীকার নিয়ে ছাত্রদের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের এ সমিতির উদ্দেশ্য। চাঁদপুর থেকে আগত সকল শিক্ষার্থীদের সহায়তা করার প্রয়াশেই আমাদের এই নতুন কমিটি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।চাঁদপুর থেকে আগত শিক্ষার্থীদের যেকোন বিপদে পাশে দাঁড়াবো” ।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …