শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / অনুমোদন ছাড়াই ভোগ্যপণ্য উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

অনুমোদন ছাড়াই ভোগ্যপণ্য উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ভোগ্যপণ্য বাজারজাতের দায়ে লক্ষ্মীপুরের এস এস ফুড প্রোডাক্টস সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।  

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জরিমানা ও সিলগালা করেন জেলা সদরের ইউএনও সফিকুর রিদোয়ান আরমান শাকিল। জরিমানা পরিশোধকারীরা হলেন- সিরাজুল ইসলাম ও তার ছেলে নাজমুল ইসলাম।

র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি সাইফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ভোগ্যপণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছে এস এস ফুড প্রোডাক্টস-এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের এক লাখ টাকা জরিমানা করেন বিচারক। পাশাপাশি তাদের দোকানটি সিলগালা করা হয়।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …