বুধবার , অক্টোবর ৪ ২০২৩
নীড় পাতা / জাতীয় / অনুমোদন ছাড়াই ভোগ্যপণ্য উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

অনুমোদন ছাড়াই ভোগ্যপণ্য উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ভোগ্যপণ্য বাজারজাতের দায়ে লক্ষ্মীপুরের এস এস ফুড প্রোডাক্টস সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।  

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জরিমানা ও সিলগালা করেন জেলা সদরের ইউএনও সফিকুর রিদোয়ান আরমান শাকিল। জরিমানা পরিশোধকারীরা হলেন- সিরাজুল ইসলাম ও তার ছেলে নাজমুল ইসলাম।

র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি সাইফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ভোগ্যপণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছে এস এস ফুড প্রোডাক্টস-এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের এক লাখ টাকা জরিমানা করেন বিচারক। পাশাপাশি তাদের দোকানটি সিলগালা করা হয়।

আরও দেখুন

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মবার্ষিকী পালিত

নিউজ ডেস্কঃ নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ ২ অক্টোবর সোমবার মহাত্মা …