নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ফজলুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফজলুর রহমান নাটোরের বড়াইগ্রামের পার আটঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। বুধবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে বাসের মধ্যে অচেতন হয়ে পড়লে যাত্রীরা তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, ফজলুর রহমান লেখাপড়া শেষে নারায়ণগঞ্জে একটি বেসরকারী কোম্পানীতে চাকরী করতেন। মঙ্গলবার বিকালে তিনি বাড়িতে আসার জন্য বাসে চড়েন। কিন্তু বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন। পরে তাকে কালিয়াকৈর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তার সঙ্গে থাকা কাগজপত্র থেকে মোবাইল নম্বর নিয়ে স্বজনদের খবর দেন। পরে দুপুরে স্বজনরা সেখানে গিয়ে লাশটি গ্রহণ করেন বলে তিনি জানান।
আরও দেখুন
নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও স্বেচ্ছাসেবী …